o shona miss you - prasenjit mallick, bob stephen & gopika goswami lyrics
ও সোনা মিস ইউ, ও মিস ইউ
তোকে কাছে চাই।।
মনে তোর বায়না
তুই আয়না
তোকে কাছে চাই
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
ও আমার ডিয়ার
করিনা কেয়ার
যতই কাছে তুই চাস
আমি যে রেয়ার
নেই মনে ফেয়ার
যাওয়ার হলে চলে যাস।।
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
দে না যত গুল
করবো না তো ভূল
খুজে বেড়া সব পাড়া
মানবো না তো রুল
হবো না ফুল
দেবো না আমি ধরা।।
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
ও সোনা মিস ইউ, ও মিস ইউ
তোকে কাছে চায়।।
মনে তোর বায়না
তুই আয়না
তোকে কাছে চাই
শোনে না মন
কোনো বারণ
হচ্ছে যে ছেড়খানি
এ বুকে বাজছে
সেলফোন তোমারই বাজছে
রিংটোন দূরে নয় কাছে
তুই শোন ও জানিয়ে।।
Random Song Lyrics :
- 推開世界的門 - 楊乃文 lyrics
- ye wo nyame a ye wo adzi - nacee lyrics
- she still remembers jesus' name - tony powell lyrics
- hope dealer - echelon knoxx lyrics
- кино - jillzay feat. truwer, 104 & скриптонит lyrics
- stick around - lee adams and charles strouse lyrics
- 넌 언제나 - tvxq lyrics
- tina turner - rapsody lyrics
- dream kid - sutherland brothers & quiver lyrics
- eres mi necesidad - many arellano lyrics