the graduation song - pragata naoha lyrics
Loading...
[verse]
আজ আমি ছন্দহীন, বর্ণহীন
এই মন আমি
পড়ে থাকা চিরকুট ভেবে নিয়ে গুটিয়ে রাখি
এই আমি এখন ফিরে তাকালে
পাবোনা তোদের ছায়া
এই মন শুধু ফিরে যায়
কোন এক স্মৃতির মায়ায়
[chorus]
এই মন ভরে গিয়েছে রং খেলে
tiffin এর টাকা মেরে cigarette কিনে
পড়ে গেলে মন সবুজ ঘাস
এখন পাঁকা উঠান
এই মন ঝরে গেলে পাবোনা ফিরে
সীমাহীন কল্পনা তোর মন থেকে
তুই কি এখনো উড়তে চাস?
চাইলে আমায় নিয়ে যা
দূর পথে হেঁটে
আমি ঠেকে আছি
[instrumental[
pre*chorus]
আমি এখন কানে কানে
শুধুই তোদের হাসি শুনি
কী করি, কী করি?
আমি মনে আঘাত পেলে
তোদের সবার আগে বলি
কী করি, কী করি?
[chorus]
এই মন
এখানে
এখানে
পড়ে আছে
এই মন
এখানে
এখানে
ফেলে গিয়েছি
এই মন
Random Song Lyrics :
- you can't make fun of veganism - john sakars lyrics
- liso, sensual (en directo) - rbd lyrics
- beija-me - cubita lyrics
- the seaweed on al g - formidable vegetable lyrics
- fishy on me (remastered) - tiko lyrics
- haters - heyylost lyrics
- drugs got me dancing :o - bright campa lyrics
- seein' red - lg2d lyrics
- goodnight - toasted plastic lyrics
- kiss - trip lawson lyrics