lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kaalo - pragata naoha lyrics

Loading...

[verse 1]
আমায় কেড়ে নাও, আমি কি চাই?
শুধু এই পৃথিবীটা চিনতে
তোমার হাত ধরে দিবো পাড়ি
মিটিয়ে ছাড়বো সব ইচ্ছে

[chorus]
যাও ভুলে যাও কষ্ট গুলো
হাতে তুলি, মুছে ফেলো
সব হারানো প্রসন্নতা
আবার কেন তোমার মন কালো?
[verse 2]
ফিরিয়ে দাও, ফিরে তাকাও
সঙ্গ ছেড়ে আমি যাবো না
জীবনে মেঘ, আকাশে রাগ
আমার সাথে তুমি চলবে আজ?

[instrumental]

[pre*chorus]
সঙ্গী হয়ে তোমার পাশ থেকে
এই পথ হেঁটে ছিলাম মনে
সূর্যের আলোতে হাসি মেখে
খেলছে লুকোচুপি গালে গালে
চিনতে পেরে তোমার স্বপ্নসুর
বলো, এখনো কেন, কেন?
কেন মন কালো?

[chorus]
মন কালো
মন কালো
মন কালো
(মন কালো)
(মন কালো)
(মন কালো)
(মন কালো)

Random Song Lyrics :

Popular

Loading...