লাবণ্য (labonya) - pragata naoha lyrics
Loading...
[intro]
এই পৃথিবীটা অনেক সুন্দর
চাইলে দেখিয়ে দিতাম
তোমার গভীর স্বপ্নে
চোখ বুলিয়ে দেখতে হবে
সব কিছু দূরে মনে হলেও
বলতে পারবো সব কাছে
[verse]
আমি কুয়াশাতে খুঁজতে যাই
রাতের মাঝে গলির এক কোনায়
শীতকালে কোনো রাস্তার আশ্রয়ে
সব কিছু তেই তোমায় খুঁজতে চাই
[pre*chorus]
লাবণ্য, আমি কান পেতে রইলাম
তোমার হৃদয়ের মাঝে
আমায় মুক্ত করো
তোমায় খুঁজে খুঁজে ডুবে গেলাম আমি
আবেশ এর জলে
[chorus]
গাছের নিচে ঝরে পড়া পাতা
তোমার বিভ্রান্ত অস্তিত্বটা
আমার মনে যতই অন্ধকার
সব কিছুতেই লাবণ্য আঁকা
[instrumental]
[chorus]
গাছের নিচে ঝরে পড়া পাতা
তোমার বিভ্রান্ত অস্তিত্বটা
আমার মনে যতই অন্ধকার
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
সব কিছুতেই লাবণ্য আঁকা
Random Song Lyrics :
- demi god (abbey road version) - architects lyrics
- circulo plano - un tal lucas lyrics
- right my wrongs - sasha primitive lyrics
- troca essa moda - renato charola lyrics
- high hopes - louise lyrics
- not da one - luci4 lyrics
- the darkest hour - emolostboy lyrics
- was wär so schlimm? - absent & yung vision lyrics
- deathwish - adam jensen lyrics
- matay tavo - מתי תבוא - ehud banai - אהוד בנאי lyrics