amra bangali - prad kc lyrics
ফোনটা হাতে অ্যাপেল আমার চার্জার টা পাতি
আমরা ছাপোষা কিনতে পারি পুষতে পারিনা হাতি
ফোনটা হাতে অ্যাপেল আমার চার্জার টা পাতি
আমরা ছাপোষা কিনতে পারি পুষতে পারিনা হাতি
তবুও দেখাবো আসল লোকাবো আমরা যে বাঙালী
তবুও দেখাবো আসল লোকাবো আমরা যে বাঙালী
কোটে জুতোয় সাহেব আমরা হই না যতই কাঙালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
ধুতির কোঁচা এখন শুধু বিয়েবাড়িতেই পরি
যৌবন কালে শাহারুখ সলমন বয়স কালে হরি
ধুতির কোঁচা এখন শুধু বিয়েবাড়িতেই পরি
যৌবন কালে শাহারুখ সলমন বয়স কালে হরি
ঐতিহ্য ঘুচে গেছে বিশ্বায়নের হাওয়া
মায়ের থেকে হল কেবল ভাষাখানাই পাওয়া
ঐতিহ্য ঘুচে গেছে বিশ্বায়নের হাওয়া
মায়ের থেকে হল কেবল ভাষাখানাই পাওয়া
তবুও দিতে ছাড়ি না তো ইংলিশেতে গালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
তকমা ছাড়া কিছুই নেই আর সবই খালি
আমরা বাঙালী আমরা নামেই বাঙালী
এপার বাংলা ওপার বাংলা দুই দেশেতেই থাকি
বিশ্বটাকে জয় করবো এমন সাহস রাখি
এপার বাংলা ওপার বাংলা দুই দেশেতেই থাকি
বিশ্বটাকে জয় করবো এমন সাহস রাখি
অলস মেজাজ অলস মেজাজ রাজার মত ভুঁড়ি যাচ্ছে বেড়ে
নোবেল পাওয়ার যোগ্য আমরা যতই নাওনা কেড়ে
অলস মেজাজ রাজার মত ভুঁড়ি যাচ্ছে বেড়ে
নোবেল পাওয়ার যোগ্য আমরা যতই নাওনা কেড়ে
কানের মঞ্চে হোঁচট খেলেও
কানের মঞ্চে হোঁচট খেলেও আমরা দিতে পারি তালি
আমরা বাঙালী আমরা সেই বাঙালী
অপরের জন্য নিজের স্থান করি খালি
আমরা বাঙালী আমরা সেই বাঙালী
অপরের জন্য নিজের স্থান করি খালি
আমরা বাঙালী আমরা সেই বাঙালী
অপরের জন্য নিজের স্থান করি খালি
আমরা বাঙালী আমরা সেই বাঙালী
বাংলা বড় মিষ্টি ভাষা রসগোল্লার মতই
বাঙালীকে যদি বন্ধু করো দেখবে জমে দই
বাংলা বড় মিষ্টি ভাষা রসগোল্লার মতই
বাঙালীকে যদি বন্ধু করো দেখবে জমে দই
আনাচে কানাচে অলিতে গলিতে প্রতিভার ছাড়া ছড়ি
তবুও আমরা লাজুক বড় ধরিনা প্রতিযোগিতার দড়ি
আনাচে কানাচে অলিতে গলিতে প্রতিভার ছাড়া ছড়ি
তবুও আমরা লাজুক বড় ধরিনা প্রতিযোগিতার দড়ি
বাবুয়ানাটা বাবুয়ানাটা রক্তে আছে তাই ধুতির কোঁচা ধরেই চলি
আমরা বাঙালী আমরা বাঙালী জগত শ্রেষ্ঠ বাঙালী
সবই আছে ভেতর ভেতর দেখাই না খালি
আমরা বাঙালী জগত শ্রেষ্ঠ বাঙালী
সবই আছে ভেতর ভেতর দেখাই না খালি
আমরা বাঙালী জগত শ্রেষ্ঠ বাঙালী
সবই আছে ভেতর ভেতর দেখাই না খালি
আমরা বাঙালী জগত শ্রেষ্ঠ বাঙালী
সবই আছে ভেতর ভেতর দেখাই না খালি
Random Song Lyrics :
- the kitchen club - ariel pink's haunted graffiti lyrics
- mulai banyak mereka - glooscap lyrics
- don't be angry - nick curran lyrics
- yung todoroki - yung cheetah lyrics
- he's a runner - cass elliot lyrics
- stalkin me - fomesthegreat lyrics
- pursued by the jaws of hell - the undoing of david wright lyrics
- twisted road - neil young and crazy horse lyrics
- hello - surreal (england) lyrics
- midi pile (prose déjeuner) - t.i.s lyrics