amar ekta nodi chilo - pothik nobi lyrics
নদীর জল ছিলনা…
হো… হো… ও… ও… নদী…
নদীর জল ছিলনা
কূল ছিল না
ছিল শুধু ঢেউ…
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা
কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা
কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
সেই ঢেউয়েতে ভেসে ভেসে
নৌকা হেথায় এলাম শেষে
ওহো আহা আহা এহে এহে
এখন আমি সাঁতার কাটি
সাঁতার ভোলা কেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা
কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
বাঁক ছিল তার শাঁখে শাঁখে
হো… হো
শাঁখে শাঁখে বাঁকে বাঁকে
বাঁক ছিল তার শাঁখে শাঁখে
হো… হো
শাঁখে শাঁখে বাঁকে বাঁকে
বাঁকে বাঁকে জমলো মেলা
ও সে বাঁকে বাঁকে জমলো মেলা
মেলার ভীড়ে একলা একা
সুজন হারা কেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা…
হো… ও… হো… ও…
নদীর জল ছিলনা
কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
নদীর জল ছিলনা
কূল ছিল না
ছিল শুধু ঢেউ
আমার একটা…
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ
আমার একটা নদী ছিল
জানলোনা তো কেউ
এই খানে এক নদী ছিল
জানলোনা তো কেউ.
Random Song Lyrics :
- plus one [+1] - jack & lewis x babel-ish lyrics
- yeah u - shawty lo lyrics
- orten till storstan - jossan lyrics
- darkness - jokernapier-iniquityadatiel lyrics
- plavuša - suzana jovanović lyrics
- mental health issues - lil' love lyrics
- wu tang clan sh!t - unkwn savage lyrics
- earthquake - chatty-k lyrics
- feel good (it's alright) - blonde lyrics
- front line - neg' marrons lyrics