khuje khuje [feat. arfin rumi & porshi] - porshi, arfin rumi & tanzil hasan lyrics
Loading...
তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে ঐ মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি
পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।
কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু’চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।
তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু’হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু’চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু’জন থাকবো সারা জনম ধরে।
Random Song Lyrics :
- christmas eve - original album version - blackmore's night lyrics
- teraz i zawsze - luxus & doon lyrics
- guinea pig (vocal variation) - ben watt lyrics
- 2015 rap up - money boy lyrics
- funeral train - utah phillips lyrics
- will the circle be unbroken - johnny cash lyrics
- gonah - pooria putak lyrics
- stone cold coup d'état - they might be giants lyrics
- hood&greater - asum lyrics
- ona się zakochała - rose lyrics