naam chara gaan - poraho lyrics
Loading...
[verse 1]
চেয়ে দেখো আমায় পাবে তুমি
কল্পনাতে বিভোর একা আমি
কখনো কি ভেবে দেখেছো কি
বলছি আজ তোমায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[verse 2]
ভুলেছো, মুছেছো আমার যতো স্মৃতি
বুঝোনি কখনো আমার অনুভূতি
চাইলেও আবার না পেতে পারো
যাবো বহুদূরে
তবু এই মন বলতে চায়
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[bridge]
guitar solo
[chorus]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
[outro]
আমি তোমার জন্য পথ হারাবো
তুমি জোছনা
আমি তোমার জন্য রঙ ছড়াবো
বর্ণহীন মায়ায়
Random Song Lyrics :
- auto-tuned - noah sahely lyrics
- glitch (2023) - nolanberollin lyrics
- ex favorita - ao vivo - malu (bra) lyrics
- istimewa di hati - suara kayu lyrics
- peace of mind - amber ryann lyrics
- stop the car obama 2 - yung crane lyrics
- лови (catch) - простор (prostor) lyrics
- dumb king come (king dotta diss) - ren lyrics
- shotta flow (remixed) - nle choppa lyrics
- la playa - nil moliner lyrics