ebhabei shuru - poraho lyrics
Loading...
[verse 1]
জীবন আমার স্বপ্নে আঁকা
তোমায় ভেবেই গল্প লেখা
হারিয়েছি সেই জগতে
যে জগতে স্বপ্ন বাঁচে
পাখি হয়ে গাইবো যে গান
শুনবে সবাই সে আহবান
উড়ে যাবো একা আমি
পেছনে ফেলে তোমার স্মৃতি
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
[verse 2]
হঠাৎ সেদিন পথে দেখা
তোমার মলিন চেয়ে থাকা
উড়ে আসে স্মৃতিগুলো
যে স্মৃতি আজ আমায় কাদাঁয়
চাইলে থাকো তোমার মতো
অন্যের স্বপ্নে খেলো হাসো
আমার এই রংধনুটা
তোমার রং ছাড়াই ভালো
[chorus]
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই ভালো থাকি
এখানে নেই কোনো বাঁধা
পেতে চাইনা আজ ভালোবাসা
একা একা স্বপ্ন বুনি
তোমায় ভেবেই
Random Song Lyrics :
- take it all - mike mains & the branches lyrics
- f l e x - max nasario lyrics
- you can't trust no one - chris knight lyrics
- walk away - the fifth house lyrics
- thug in my life - boosie badazz lyrics
- the finer things - dj felli fel lyrics
- we own it (fast and furious) by 2 chainz - 2 chainz lyrics
- nobody knows - marco mega lyrics
- sad et rap - le bon nob lyrics
- arma - just me and my boyz ft. lil-t - arma lyrics