lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

maya lagaiche - polash lyrics

Loading...

বন্ধে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে

কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।

বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিড়িতের জ্বালা।।
যেন ইটের ভাটায় দিয়া কয়লা – আগুন জ্বালাইছে।।
দেওয়ানা বানাইছে।
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।

কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার।।
প্রাণ বন্ধের পিড়িতে আমার – কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।

বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়।।
কুল-নাশা পিড়িতের নেশায় – কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।

Random Song Lyrics :

Popular

Loading...