maya lagaiche - polash lyrics
Loading...
বন্ধে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্ধের পিড়িতের জ্বালা।।
যেন ইটের ভাটায় দিয়া কয়লা – আগুন জ্বালাইছে।।
দেওয়ানা বানাইছে।
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
কী বলিব আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার।।
প্রাণ বন্ধের পিড়িতে আমার – কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়।।
কুল-নাশা পিড়িতের নেশায় – কুল-মান গেছে।।
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে।।
Random Song Lyrics :
- miss brand new - tingsek lyrics
- vendetta - robert taylor feat. nicolas tovar lyrics
- catch and go! - angela lyrics
- no worries - dat adam lyrics
- grosse folle - glk lyrics
- day party - 2 chainz lyrics
- masterpiece - mickey factz lyrics
- ya me despertaste el diablo - alberto vazquez & manolo muñoz lyrics
- god damn - avenged sevenfold lyrics
- cellophane - julian plenti lyrics