tomaro awsheeme - piya chakraborty lyrics
Loading...
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
হে পূর্ণ, তব চরণের কাছে
যাহা*কিছু সব আছে আছে আছে*
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার
অন্তরগ্লানি সংসারভার
পলক ফেলিতে কোথা একাকার।
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই।
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই,
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই।
Random Song Lyrics :
- only you - judy collins lyrics
- trowdown - melodic yoza lyrics
- это кто? skit (who is this?) - сочетаем (sochetaem) lyrics
- ghosts and breath - worshipper lyrics
- absurd - ksenia rettnord lyrics
- long time coming - eric wainaina lyrics
- christian dior - mc igu & celo1st lyrics
- улыбаться - honey, the hustler lyrics
- больше не верю (i do not believe anymore) - аня pokrov lyrics
- awoke - monger lyrics