lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

obhinoy - petty never grew lyrics

Loading...

[intro]
অভিনয়
লালচে দুপুরের
হারানোর ভয়
লেপ্টে থাকে শরীর জুড়ে
ছবিগুলো ছাঁই হয়ে যায়
নিবিড় আমার স্মৃতি*ঘরে
ছবিগুলো হারিয়ে যায়

[instrumental]

[chorus]
অভিনয়
লালচে দুপুরের
হারানোর ভয়
লেপ্টে থাকে শরীর জুড়ে
ছবিগুলো ছাঁই হয়ে যায়
নিবিড় আমার স্মৃতি*ঘরে
ঝলসে পড়া সত্য লুকিয়ে উঁকি দেয়
হারানো সবকিছু আসবে কবে?

[guitar solo]

[outro]
ঝলসে পড়া সত্য লুকিয়ে উঁকি দেয়
হারানো সবকিছু আসবে কবে?

Random Song Lyrics :

Popular

Loading...