lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

na bola golpo - petty never grew lyrics

Loading...

[verse 1]
রাগ চোখে, বহুল বাণীতে
এই অসময় আসে*যায় মহাযুদ্ধর আশায়
দাম দেয় না তারা, দামী নই যারা
তবু বুকে ভয় আসে*যায় কারোর অনুপ্রেরণায়

[pre*chorus]
এখনো ভেবে বলো
এই যুদ্ধের শেষ কি নেই?

[chorus]
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
[verse 2]
শ্বাস নিয়ে দেখো, আঁধারে থেকো না
হারিয়ে যাবে সময় হাতের মুঠো থেকে
কেউ পড়ে থাকে না, কেউ পুঁড়বেও না
শুধু ভালোবাসায় ভরে উঠবে সকল চেতনা

[pre*chorus]
এখনো ভেবে বলো
এই যুদ্ধের শেষ কি নেই?

[chorus]
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে
শত্রু নই আমরা তোমার
না বলা গল্পে

[guitar solo]

না বলা গল্পে
না বলা গল্পে
না বলা গল্পে

Random Song Lyrics :

Popular

Loading...