bohudur - parijat sarkar lyrics
Loading...
কাজলের নিচে রাখা অভিমান
টিপের আড়ালে ওই কোন মুখ।
বারে বারে চিনে তবু ফেরে হায়
চোখের জলেতে রাখা সেই সুখ।
আমি বসে আঁধারের সাথে এই হায়
জোছনার সুরে বাঁধি এই সুর।
নালিশের তীরে করা আবদার
কাছে এসে চলে যায় বহুদূর।
না, না না,না না না, না না না না।
না, না , না না না , রা রা রি রে।
না না , না না না, না না না না।
হৃদয়ের ঝড়ে ভাঙে এই মন
ভূলেরা ফিরে আসে বারবার।
অভিমান করে একা থাকা বাকা চাঁদ
আবেগের জলে ভরে মুখ তার।
আমি বসে আঁধারের সাথে এই হায়
জোছনার সুরে বাঁধি এই সুর
নালিশের তীরে করা আবদার
কাছে এসে চলে যায় বহুদূর।।
না ___ না না___।।
Random Song Lyrics :
- never enough 2 - definitelydevv lyrics
- relax (jenifa mayanja remix) - conclave & toribio lyrics
- passion - topnotch4real lyrics
- pizza sauce - w.j.e lyrics
- kilode (why?) - singnature lyrics
- hearts - bby sosa! lyrics
- family first - logan whitehurst lyrics
- my everything - happy chain lyrics
- present - elliot & the pipedream lyrics
- policeman - baezheng lyrics