এসেছে রাত (esheche raat) - papon & shreya ghoshal lyrics
bengali script
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক খেয়ালি খাম।
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম।
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক খেয়ালি খাম।
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম।
সে আদরের অন্য নাম
চেনা ঠোটের তিল বোতাম।
ছুঁয়েছি যে মেঘেরা নেই
আমার শহরে।
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক খেয়ালি খাম।
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম।
তোকে হঠাৎ হয়তো আজ…
রাত দুপুরে ডাকছে দুরে দীপ
ইচ্ছে জ্বালে তার কপালে টিপ।
সে যেন জানে সব
কথাদের মানে সব সুখ ভেজা পালক!
কেউ তো নেই বৃষ্টি হোক
জানলা দিয়ে রাখছি চোখ।
পাড়া নিঝুম উড়েছে ঘুম
রাতের চাদরে।
এসেছে রাত ভিজে হাওয়ার
খোলা চিঠির পাশে থাক খেয়ালি খাম।
তোকে হঠাৎ ভুল করে
হয়তো আজ ছুঁয়ে দিলাম।
তোকে হঠাৎ হয়তো আজ…
romanization
ēsēchē rāta bhijē hāōẏāra
khōlā ciṭhira pāśē thāka khēẏāli khāma
tōkē haṭhāṯ bhula karē
haẏatō āja chum̐ẏē dilāma
ēsēchē rāta bhijē hāōẏāra
khōlā ciṭhira pāśē thāka khēẏāli khāma
tōkē haṭhāṯ bhula karē
haẏatō āja chum̐ẏē dilāma
sē ādarēra anya nāma
cēnā ṭhōṭēra tila bōtāma
chum̐ẏēchi yē mēghērā nēi
āmāra śaharē
ēsēchē rāta bhijē hā’ōẏāra
khōlā ciṭhira pāśē thāka khēẏāli khāma
tōkē haṭhāṯ bhula karē
haẏatō āja chum̐ẏē dilāma
tōkē haṭhāṯ haẏatō āja…
rāta dupurē ḍākachē durē dīpa
icchē jvālē tāra kapālē ṭipa
sē yēna jānē saba
kathādēra mānē saba sukha bhējā pālaka!
kēu tō nēi br̥ṣṭi hōka
jānalā diẏē rākhachi cōkha
pāṛā nijhuma uṛēchē ghuma
rātēra cādarē
ēsēchē rāta bhijē hā’ōẏāra
khōlā ciṭhira pāśē thāka khēẏāli khāma
tōkē haṭhāṯ bhula karē
haẏatō āja chum̐ẏē dilāma
tōkē haṭhāṯ haẏatō āja…
Random Song Lyrics :
- hypnotized - lucien parker & luke masih lyrics
- i will fool you - bothnia lyrics
- no man is ever gonna change u - girl online lyrics
- der weiberfreund - franz schubert lyrics
- paso de todo - elliot f lyrics
- σαν χουάν - stavros siolas lyrics
- i don't want to (frankie knuckles radio edit) - toni braxton lyrics
- el color de tus ojos - agapornis lyrics
- llégale - héctor “el father” lyrics
- broken - prxmetxme lyrics