aami shei manushta aar nei - reprise (female) - paloma majumder lyrics
Loading...
[verse 1]
পৃথিবীর কলতান সমবেত সুরে
সবকিছু ফেলে আজ চলে যাবো দূরে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই
[verse 2]
আধখানা ইতিহাস পড়ে থাকে পথে
বাকিটুকু ভুলে যেও তুমি কোনোমতে
আমি সেই মানুষটা নেই
তলিয়ে গেছি চোরাবালিতে
চোখে জল আসে না আর
খুবই তুচ্ছ এ ব্যপার
আমি এগিয়ে যাই এবার
[verse 3]
সময়ের কাছে নতজানু হয়ে
অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে
সব যন্ত্রণা রাগে ছিলো সয়ে
আমার মুখটি খুঁজি মহাকাশে
স্মৃতি ম্লান মুখে হাসে
শেষ ভরসা ফেরায় অনায়াসে
Random Song Lyrics :
- yu best get out da' sun b4.. (act ii.) - gregory nichols lyrics
- class rang/noondrifta - kissthecrook lyrics
- não se vá! (eu vou morrer de saudades) - pierrxt lyrics
- lotus - trey anastasio lyrics
- kouzen - d-fi powèt revòlte lyrics
- bancos amarelos - nabru lyrics
- making the best 2 - lil carthi lyrics
- todo santo dia - 3030 lyrics
- gotta get it - gucci mane & juvenile lyrics
- luna lovegood - riddletm lyrics