shobai chole jabe - palak muchhal & imran mahmudul lyrics
Loading...
সবাই চলে যাবে …একজনই পারবে না
একজন কেউ থাকুক … যে তোমাকে ছারবেনা । (২ বার)
মন ভাল নেই জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক … যে তোমাকে ছারবেনা ।
সবাই চলে যাবে …একজনই পারবে না
একজন কেউ থাকুক … যে তোমাকে ছারবেনা । (২ বার)
একজনই কেউ ভালবেসে যাবে
থেকে থেকে দুঃখ সুধু পাবে,
করবেনা কেউ হিসেব নিকেশ
কারো ধার ধারবেনা । (২ বার)
মন ভাল নেই জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক … যে তোমাকে ছারবেনা ।
সবাই চলে যাবে …একজনই পারবে না
একজন কেউ থাকুক … যে তোমাকে ছারবেনা । (২ বার)
একজনই কেউ হৃদয় বুঝে নেবে,
সাগর সেঁচে মুক্তো এনে দেবে ।
চাইলেও পাবে না চাইলেও নিজের কথা ভাববে না । (২ বার)
মন ভাল নেই জানি মন তবু হারবে না,
একজন কেউ থাকুক … যে তোমাকে ছারবেনা ।
সবাই চলে যাবে …একজনই পারবে না
একজন কেউ থাকুক … যে তোমাকে ছারবেনা । (২ বার)
Random Song Lyrics :
- cá cắn câu - quách tapiau maily lyrics
- sleepwalking - j ember lyrics
- society, or how i spent a year - lil beit lyrics
- king of the road - joey + rory lyrics
- staycation - jadah marie lyrics
- universal sadness - counteractt lyrics
- when only you will do - clever featuring d-roc lyrics
- mellow days - hedge lyrics
- vogue - yskwhiteout lyrics
- the eagle of the star - dwarrowdelf lyrics