
nacho kali - paban das baul & sam mills lyrics
নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
আমারই বুকে না হয় শিবেরই বুকে
আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো, ও নাচো গো
নাচো গো, ও নাচো গো
নুপূরের সুরধ্বনি, বাজিবে ঐ রিনিঝিনি
নুপূরের সুরধ্বনি, বাজিবে ঐ রিনিঝিনি
আনন্দে ভরিবে ঐ দশদিকে, নাচো গো
নাচো গো, ও নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
ও নাচো গো
এলো*এলো*এলোকেশ, মেঘমালা
তুলিবে যে ঐ হাসিয়া*নাচিয়া, মাগো
কইবে মাভৈ, মাভৈ
হাসিবে দেবতাগণ, কাপিবে কাপিবে অসুরগণ
হাসিবে দেবতাগণ, কাপিবে অসুরগণ
নাচো কালি তুমি, নাচো কালি তুমি এই ভূ*লোকে
নাচো কালি তুমি এই ভূ*লোকে, নাচো গো
নাচো গো, ও নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
রক্তচন্দন আর রক্তজবা
দিলো পত্র সনে পাগলা ভবা
রক্তচন্দন আর রক্তজবা
দিলো পত্র সনে পাগলা ভবা
দেবো গো অঞ্জলি, জয় কালি, কালি, কালি, কালি
দেবো গো অঞ্জলি, জয় কালি, কালি, করো কালি
দেবো গো মা বলে ডেকে
দেবো গো মা বলে ডেকে
নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
আমারই বুকে না হয় শিবেরই বুকে
আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো, নাচো কালি, নাচো গো
নাচো গো, নাচো কালি, নাচো গো
Random Song Lyrics :
- diy or die - vial lyrics
- moon river - andrea bocelli & sofia carson lyrics
- that's what hurts the most - julian mcgaughey lyrics
- stay safe, children (wewe gombel) - the rough & tumble lyrics
- o que que eu fiz - nicowithadreambr lyrics
- сливаю - unclug & glory ray lyrics
- vida de estudante - speed up - wike (bra) lyrics
- reclusive - 2800j lyrics
- blacksmoking - mad dog lyrics
- nightwalker - crazyeightyeight lyrics