lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

siren - owned lyrics

Loading...

[verse 1]
চোখে তার আঁধো আলো ছায়া মাখানো
মায়া জাল ভেসে ঢেউয়ে তার
সুবাসে মাতোয়ারা সদাই
তারই সুরে আমি ডুবে যাই গভীরে!

[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে

[guitar solo]

[verse 2]
আর এভাবেই
চেনা সকালে উঠে তীরে একা
একই অভাবে
ভাঙা জাহাজে বসে siren দেখা

[chorus]
এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে
[instrumental break]

এই কামনা মিথ্যে সব
দেখেছি বৃথাই তলিয়ে যেতে
তবুও ডুবে যাই
গহনে আবার সুবাসে ভাসে

Random Song Lyrics :

Popular

Loading...