lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shomorpon - owned lyrics

Loading...

[verse 1]
যাচ্ছে ক্ষণ
সময়েই সমর্পণ
সেই দ্বিধা ক্ষণ
পুড়েছে, মুছেছে, মিশেছে সব
উড়ছে মন
আমাদের আলাপন
উদাসী মনে
হেসেছে, ভেসেছে সব

[chorus]
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
এই ঘোরে

[instrumental break]

[verse 2]
বাড়ছে ভ্ৰম
সময়ের আয়োজন
মিলিয়ে যাচ্ছে সব
উদ্ভ্রান্ত এ ক্ষণ
গড়েছে ক্ষীণ আড়ং
কমছে ক্ষণ
সময়ের আয়োজন
মিলিয়ে যাচ্ছে সব
উদাসী মন
করবে ফিকে এ রঙ
[chorus]
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?

[instrumental break]

[chorus]
এই ঘোলাটে রাত
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?
ঘোলাটে রাত (ঘোলাটে রাত)
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?
এই ধোঁয়াটে চোখ (ধোঁয়াটে চোখ)
কেটে যাবে সবই ভয়
ঘুরছে কেন এই ঘোরে?

[outro]
ঘোলাটে রাত (ঘোলাটে রাত)
কেটে আসবে যে সকাল
যাচ্ছি কোথায় হারিয়ে?

Random Song Lyrics :

Popular

Loading...