
ovimani valobasha - one merge lyrics
[verse 1]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
আমার এই চোখের দিকে তাকিয়ে দেখ
কত ভালোবাসা আছে অগোছালো
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[interlude]
[verse 2]
আষাঢ়-শ্রাবণ বৃষ্টি ভেজা দিন গুলোতে
মিষ্টি-মধুর তোমার হাসি প্রাণেতে বাজে
আষাঢ়-শ্রাবণ বৃষ্টি ভেজা দিন গুলোতে
মিষ্টি-মধুর তোমার হাসি প্রাণেতে বাজে
[pre-chorus]
তুমি কেন এ বুকেতে বাঁধলে বাসা
ভীরু মনের স্বপ্নগুলো পায় যে ভাষা
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[interlude]
[verse 3]
অভিমানী চোখে তুমি আর দেখো না
ভালোবাসার স্বপ্ন-সুখে বেঁধে রাখো না
অভিমানী চোখে তুমি আর দেখো না
ভালোবাসার স্বপ্ন-সুখে বেঁধে রাখো না
[pre-chorus]
তোমার চোখে আমার চোখ পড়ে যখনি
বারে বারে এ-মন আমার, করে পাগলামি
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
আমার এই চোখের দিকে তাকিয়ে দেখ
কত ভালোবাসা আছে অগোছালো
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
কি করে বোঝাবো তোমায় কত ভালোবাসি
এসো সব ভুলে থাকি পাশাপাশি
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[outro]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
Random Song Lyrics :
- guala - soulja boy lyrics
- birds - kid travis lyrics
- a quiet town - daniella lions lyrics
- панда (panda) - macsoesco, myrai, garten, babymellie lyrics
- just don't look down - nerdout lyrics
- arachnid - abel marton nagy's cosmos band lyrics
- play your part - dan richard (daway) lyrics
- glad that you're gone - nao lyrics
- taking souls - akira the don lyrics
- misery - daniel blair lyrics