ovimani valobasha - one merge lyrics
[verse 1]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
আমার এই চোখের দিকে তাকিয়ে দেখ
কত ভালোবাসা আছে অগোছালো
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[interlude]
[verse 2]
আষাঢ়-শ্রাবণ বৃষ্টি ভেজা দিন গুলোতে
মিষ্টি-মধুর তোমার হাসি প্রাণেতে বাজে
আষাঢ়-শ্রাবণ বৃষ্টি ভেজা দিন গুলোতে
মিষ্টি-মধুর তোমার হাসি প্রাণেতে বাজে
[pre-chorus]
তুমি কেন এ বুকেতে বাঁধলে বাসা
ভীরু মনের স্বপ্নগুলো পায় যে ভাষা
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[interlude]
[verse 3]
অভিমানী চোখে তুমি আর দেখো না
ভালোবাসার স্বপ্ন-সুখে বেঁধে রাখো না
অভিমানী চোখে তুমি আর দেখো না
ভালোবাসার স্বপ্ন-সুখে বেঁধে রাখো না
[pre-chorus]
তোমার চোখে আমার চোখ পড়ে যখনি
বারে বারে এ-মন আমার, করে পাগলামি
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
আমার এই চোখের দিকে তাকিয়ে দেখ
কত ভালোবাসা আছে অগোছালো
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[pre-chorus]
কি করে বোঝাবো তোমায় কত ভালোবাসি
এসো সব ভুলে থাকি পাশাপাশি
[chorus]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
[outro]
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
আসি বলে গেলে তুমি আর এলে না
কত কথা দিয়েছিলে ভুলে যেও না
Random Song Lyrics :
- paradise calling - milky bunny lyrics
- will i find you - jeremy toback lyrics
- coming backwards - the alarm lyrics
- believe / song for guy - pet shop boys lyrics
- no sleep - ad ramp lyrics
- me bendijo - pepe x v.vizio lyrics
- are the roses not blooming? - the judds lyrics
- giovani pistole - spika lyrics
- el alma se colma - rosendo lyrics
- bowen homes - marlo lyrics