boyosta kono matter na - one merge lyrics
[intro]
অন্তরটা থাকে বুকের পাঁজরের ভিতর হায়..!
ভালোবাসি কতটা বোঝানো তাই বড় দায়..!
বয়সটা matter না ভেবে দেখ ঠান্ডা মাথায়
আগে ক্যালেন্ডার ছিলোনা তাই বলে কি প্রেম হয় নাই?!!
[chorus]
অন্তরটা থাকে বুকের পাঁজরের ভিতর হায়..!
ভালোবাসি কতটা বোঝানো তাই বড় দায়..!
বয়সটা matter না ভেবে দেখ ঠান্ডা মাথায়
আগে ক্যালেন্ডার ছিলোনা তাই বলে কি প্রেম হয় নাই?!!
[verse 1]
প্রতিদিন চারটায় তুমি আসো
স্কুল শেষে… কোচিংয়ে
হেবি মুডে ফার্স্ট বেঞ্চিতে বসো
ঘাড়ের ব্যাগ… নামিয়ে!!
প্রতিদিন চারটায় তুমি আসো
স্কুল শেষে… কোচিংয়ে
হেবি মুডে ফার্স্ট বেঞ্চিতে বসো
ঘাড়ের ব্যাগ… নামিয়ে!!
[pre chorus 1]
আমি বসি দরজার পাশে, আমার ক্লাসের শেষ মাথায়
আরে হালায় কয়কি জানলা দিয়া ডিরেক্ট তোমায় দেখা যায়
কেউ বসলে লাস্ট বেঞ্চিতে, আমার মনটা পিড়পিড়ায়
এই বুঝি আজকে আমার অ্যাঙ্গেলটা পাল্টাইতে হয়..!
[chorus]
অন্তরটা থাকে বুকের পাঁজরের ভিতর হায়..!
ভালোবাসি কতটা বোঝানো তাই বড় দায়..!
বয়সটা matter না ভেবে দেখ ঠান্ডা মাথায়
আগে ক্যালেন্ডার ছিলোনা তাই বলে কি প্রেম হয় নাই?!!
[verse 2]
সকাল-দুপুর তুমি আসো
প্রায় দু-তিন বার, ক্যান্টিনে…
কিছু খাও আর অযথাই হাসো
আমি থাকি, পিছনে..!
সকাল-দুপুর তুমি আসো
প্রায় দু-তিন বার, ক্যান্টিনে…
কিছু খাও আর অযথাই হাসো
আমি থাকি, পিছনে..!
[pre chorus 2]
খিদা লাগলেও কিছু খাইনা, টিফিন বাজেট ২০ টাকাই
১০ টাকা অটো-ভাড়া; তোমায় follow করতে হয়
বাকি ১০ টাকা দিয়া ফোনে mb কার্ড ঢুকাই
fb তে তোমার id ঘাটতেই mb ফুরুৎ হয়..!!
[verse 3]
ক্লাস জুড়ে ছাত্রী তুমি ভালো
bright ভবিষ্যত জীবনে…
ssc-test এও রেজাল্ট ভালো…
5.0 gpa…!
ক্লাস জুড়ে ছাত্রী তুমি ভালো
bright ভবিষ্যত জীবনে…
ssc-test এও রেজাল্ট ভালো…
5.0 gpa…!
[pre chorus 3]
সামনের মাসে স্কুল শুদ্ধো তোমাদের দিবে বিদায়
আমি ভাবছি পাস করতেই হবে নাইনের final পরীক্ষায়
কি করবো কি না-করবো, নাইন-টেনের এই ঝামেলায়
পড়েবো কি?!! এই চিন্তায় এ্যালার্জিতে আমার গা চুলকায়
বেস্ট ফ্রেন্ড বলে আমাকে, “দ্যাখ আমি কি করতে পাই!”
“পরীক্ষার আগে admit কট করলেই আর চিন্তা নাই”
তোমার এক বছর গ্যাপ মানে, “আমাকে কে ঠেকায়!!”
তারপর তুমি একি ক্লাসে, আর বয়সটা কোন ব্যাপার নয়..!!
[chorus]
অন্তরটা থাকে বুকের পাঁজরের ভিতর হায়..!
ভালোবাসি কতটা বোঝানো তাই বড় দায়..!
বয়সটা matter না ভেবে দেখ ঠান্ডা মাথায়
আগে ক্যালেন্ডার ছিলোনা তাই বলে কি প্রেম হয় নাই?!!
[outro]
Random Song Lyrics :
- sunday and sister jones (2021 remaster) - roberta flack lyrics
- twin - dylan allura lyrics
- real - amaria bb lyrics
- opa - lighteye beatz lyrics
- flex on them - azzley lyrics
- eardrum - silva hound lyrics
- rage mod - formula [eu] lyrics
- arise - christine owman lyrics
- fateful - qm (rus) lyrics
- dark - navy (fra) lyrics