lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

rupkotha - old school shop lyrics

Loading...

চাঁদ মামা আজ বড্ড একা বড় হয়েছি আমি,
রোজ রাতে আর হয়না কথা,
হয়না নেওয়া হামি।।

রোজ রাতে আর চাদের বুড়ি কাটেনা চরকা রোজ,
ও বুড়ি তুই আছিস কেমন? হয়না নেয়া খোঁজ

কোথায় গেল সেই রূপকথার রাত হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার পক্ষীরাজ
সে ঘোড়া,
কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি.

কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে.

আলাদিন আর যাদুর জিন আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোন

আলিবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে
সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে
সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজ ও মেঘের আড়াল কোথায় গিয়ে নামি.

কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি.

কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশব কে বদলে দিলি
কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই??
যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি
কোন এক ভুল স্রোতে.

Random Song Lyrics :

Popular

Loading...