unplugged - obscure lyrics
Loading...
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই,
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।
রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের
খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
কিসের আশায় মন সপিলাম সুরেরই
মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম
সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার
কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের
তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান…
Random Song Lyrics :
- man down - fewjar lyrics
- для своих парней - интро (for your guys - intro) - 4361 lyrics
- sunday - gina dirawi lyrics
- nanti - ir tuhepaly lyrics
- he looks down low - paul zach lyrics
- speak your mind - brandi carlile lyrics
- ajedrez - blackthoven & cecilio g lyrics
- la radio du peuple - mystik lyrics
- creature - cameron lane lyrics
- помни о пустоте - resfad lyrics