ochinpure - obscure lyrics
Loading...
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
আকাশ ডাকা মেঘের সুরে
তোমায় পেতে ইচ্ছে করে
অচিনপুরে আজকে যাব
বৃষ্টিকণায় তোমায় পাব
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
বৃষ্টি মাঘে ভিজে ভিজে
সেই যে এলে একাই নিজে
একফালি চাঁদ মেঘের ফাকে
ভাবছে এমন প্রেম ও থাকে
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
বৃষ্টি পরে মনের ভিতর
একফালি চাঁদ মেঘে ঢাকা
বৃষ্টি পরে চাঁদটা ছুঁয়ে
মেঘের ফাকে আকবাকা
বৃষ্টি ঝরে তোমার সুখে
ঝরে পরে আমার বুকে
সুখ বয়ে জায় কোন সুদূরে
বৃষ্টি ঝরে অচিনপুরে…
Random Song Lyrics :
- beautiful - home town hero lyrics
- scuffed - lil tracy lyrics
- nog steeds gepraat - seffelinie lyrics
- allo allo - saschadnt lyrics
- my sitter - a will away lyrics
- fiji - huntmanjetski lyrics
- no suburban [remix] - corey finesse lyrics
- sunday - scenzah lyrics
- nameless - the faded youth lyrics
- nigshoot the haters - denzel benzel lyrics