krishnokoli - obscure lyrics
Loading...
কথা – অমিত গোস্বামী
সকাল থেকে হিমেল হাওয়া নরম রোদের দলকাকলি
বাগান জুড়ে পাখির বেহাগ কেমন আছো কৃষ্ণকলি
তোমার দেশে ঝরছে বরফ গাছের পাতা ঝরে গেছে
পশম ছোঁয়ায় শরীর ঢেকো শীতেরও বয়স হয়েছে
সঙ্গী আমার রাতপিয়ানো সঙ্গী আমার দীপককলি
নিজের খেয়াল নিজেই রেখো ভাল থেকো কৃষ্ণকলি
দূরে কোথাও বৃন্দগানে চা’বাগানের দিনের শুরু
চার মিনিটের সুরের কাছে হৃদয় আমার দুরুদুরু
কেভেন্টাসের ছাদে দুজন মুখোমুখি বাতাস হিমে
ভুলেই গেছো হয়ত তুমি ফিরবে না আর দার্জিলিংয়ে
গরম চায়ে দিচ্ছি চুমুক কাচকুয়াশার পাখপাখালি
পাহাড় জুড়ে অরণ্যবান উল্টোদিকের চেয়ার খালি
দূর পাহাড়ে আকাশ জুড়ে শেষ বিকেলে আবীর খেলা
তোমাকে চাই বলেছিলাম শরীর জুড়ে আলোর মেলা
Random Song Lyrics :
- timi tare bhir - pabitra subba lyrics
- ešte krok - twiins lyrics
- shade - lissom lyrics
- are you mine? - bexy lyrics
- clichés - jesse & joy lyrics
- holding on - the traits lyrics
- gimme a hallelujah (live) - athey music lyrics
- don't tell mommy (rough) - little bunny fuck you lyrics
- いざゆけ!ペガサス号 (izayuke! pegasus-go) - 内田彩 (aya uchida) lyrics
- pisi pisi ( re-diss ) - majesteleri lyrics