aibar shesh hok - obscure lyrics
শেষ বার এস হাতে হাত রাখি,
শেষ কথা হোক বসে মুখোমুখি
শেষ বার এই চোখে রাখ চোখ,
ভুলে যেতে দাও আগামির শোক!
এইবার শেষ হোক সব জানাজানি –
ভুলগুলো সব তুমি জানো আমি জানি!
এইবার শেষ হোক এই পথচলা,
বুকে জমে থাক না বলা সেই কথামালা!
এইবার ভুলে যাও এই আমাকে-
ভুলে যেতে দাও চেনা সেই তোমাকে!
শেষ বার ছুঁয়ে যাও এই আমাকে,
ভুল যত পড়ে থাক স্মৃতির বাঁকে!
এইবার শেষ হোক সব জানাজানি –
ভুলগুলো সব তুমি জানো আমি জানি!
এইবার শেষ হোক এই পথচলা,
বুকে জমে থাক না বলা সেই কথামালা!!
চেনা সুরে চেনা গানে আর বেঁধো নাহ-
চিরচেনা এই আমায় করো অচেনা।
আঁড়ালেই থাক যত বেদনা বিধুর,
আঁড়ালেই পড়ে থাক চিরচেনা সুর!
এইবার শেষ হোক সব জানাজানি –
ভুলগুলো সব তুমি জানো আমি জানি!
এইবার শেষ হোক এই পথচলা,
বুকে জমে থাক না বলা সেই কথামালা।
শেষ বার এস হাতে হাত রাখি,
শেষ কথা হোক বসে মুখোমুখি
শেষ বার এই চোখে রাখ চোখ,
ভুলে যেতে দাও আগামির শোক!
এইবার শেষ হোক সব জানাজানি –
ভুলগুলো সব তুমি জানো আমি জানি!
এইবার শেষ হোক এই পথচলা,
বুকে জমে থাক না বলা সেই কথামালা!
Random Song Lyrics :
- thinking of you (no intro) - tony! toni! toné! lyrics
- 時々 (tiempo al tiempo) - iitami lyrics
- i didn't ask - carson schwamb lyrics
- keep it together (12" mix) - madonna lyrics
- lifeless corpse (prod. deathofdane) - veinamous lyrics
- no tru$t - tamashī936 lyrics
- like a prayer (bass dub) - madonna lyrics
- anytime - brvndonp lyrics
- you make me pee all the time - james pilcher lyrics
- it never ends - demxntia lyrics