odhora - oboseh lyrics
Loading...
অধরা, মৌন শূন্যতায় হারিয়ে
অধরা, পাব কি এই শহরে
আমি জানি কি অধরা সে
কোথায় নিলীন।
আমি তারে ছুঁয়ে দেখি না সে
অবেলায় বিলীন।
অধরা, সে অচিন অধরা
অধরা, সে অচিন অধরা
পাতা ঝরার দিন গুলি গুণতে থাক
শঙ্খ চিলেরা বিস্ময়ে হতবাক
সেকি জানতেও পারবেনা
কালবৈশাখী ঝড়ো হাওয়ায়
কোনো একদিন অবসাদের
ব্যালকনির আবছা রোদে
আমাদের রূপকথার প্রনয়ে।
অধরা, সে অচিন অধরা
অধরা, সে অচিন অধরা
সাদা সাদা মেঘগুলি নাগাল পায় না ভীরে
বিস্তীর্ণ নীলিমায়।
জানি সব শুভ্র মিথ্যেরা আকাশ
কাঁচ ভাঙ্গা জানালায়।
সাদা সাদা মেঘগুলি নাগাল পায় না ভীরে
বিস্তীর্ণ নীলিমায়।
জানি সব শুভ্র মিথ্যেরা আকাশ
কাঁচ ভাঙ্গা জানালায়।
হবে কি কোনো অপরাহ্নে
বিভ্রান্তির সংকলন।
অধরা, সেই অচিন অধরা
অধরা, সেই অচিন অধরা
অধরা, মৌন শূন্যতায় হারিয়ে
অধরা, পাব কি এই শহরে।
Random Song Lyrics :
- bounce - dev the follower lyrics
- hand in hand - saliva lyrics
- きっと良くなるさ - 神聖かまってちゃん lyrics
- burner - major games lyrics
- angel of love - del shannon lyrics
- the shutters - murs lyrics
- these people - richard ashcroft lyrics
- perdona - robin del castillo lyrics
- fed up - lud foe lyrics
- eyes closed - state champs lyrics