lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

paap - oblique lyrics

Loading...

আমি সূর্য ছুঁয়েছি পাখির ডানার মতন
আমি মেঘ হয়ে উড়েছি তোর শহরেরে ওপর
কাদামাটি হয়েছি বৃষ্টি আসে যখন
তবুও তোর চোখ আকাশ খোঁজে
আমি সূর্য ছুঁয়েছি পাখির ডানার মতন
আমি মেঘ হয়ে উড়েছি তোর শহরেরে ওপর
কাদামাটি হয়েছি বৃষ্টি আসে যখন
তবুও তোর চোখ আকাশ খোঁজে

ধরে রাখা আবেগগুলোর আমন্ত্রনে
আমন্ত্রনে
ধরে রাখা আবেগগুলোর আমন্ত্রনে
আমন্ত্রনে

নিয়ম ভাঙ্গার সন্ধ্যা বেলায়
তোর হাত ছুঁয়ে দেয়ার শখ
অনেক দিনের বারণগুলো
মেঘের সাথে উড়িয়ে দেয়া
নিয়ম ভাঙ্গার সন্ধ্যা বেলায়
তোর হাত ছুঁয়ে দেয়ার শখ
অনেক দিনের বারণগুলো
মেঘের সাথে উড়িয়ে নেয়া

তোর ঘুম ভাঙ্গানোর পাপ
ঘুণ ধরা অভিশাপ
জমানো অন্ধকার, অস্ফূট প্রলাপ
তোর ঘুম ভাঙ্গানোর পাপ
ঘুণ ধরা অভিশাপ
জমানো অন্ধকার, অস্ফূট প্রলাপ
ধরে রাখা আবেগগুলোর আমন্ত্রনে
আমন্ত্রনে
ধরে রাখা আবেগগুলোর আমন্ত্রনে
আমন্ত্রনে

নিয়ম ভাঙ্গার সন্ধ্যা বেলায়
তোর হাত ছুঁয়ে দেয়ার শখ
অনেক দিনের বারণগুলো
মেঘের সাথে উড়িয়ে দেয়া
নিয়ম ভাঙ্গার সন্ধ্যা বেলায়
তোর হাত ছুঁয়ে দেয়ার শখ
অনেক দিনের বারণগুলো
মেঘের সাথে উড়িয়ে দেয়া

Random Song Lyrics :

Popular

Loading...