ojothai - oblique lyrics
Loading...
অনেক দূরে তোকে ছেড়ে
অচেনা মানুষের ভিড়ে
কোনো এক নতুন শহরে
প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
আনমনে…
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
Random Song Lyrics :
- ol' school rebornin' - deala lyrics
- sunrise - x-fell lyrics
- el duelo - zwaardio lyrics
- on your side - kenny kaspas lyrics
- děsí mě tma - wesome lyrics
- mood mood - zara (deu) lyrics
- mixtape - weapons up - jake kaufman lyrics
- introspection - zoan lyrics
- sundress szn - brittni ocean lyrics
- love in limbo - docker daniels lyrics