lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

koishor - oblique lyrics

Loading...

তোমার স্বপ্ন, আমার সাহস
পৃথিবীর ওপর অবোধ আক্রোশ
ক্লান্ত প্রহর, ভুলের শহর
দিকচিহ্নহীন আমার কৈশোর

আমার আবেগ, তোমার বারণ
লজ্জামাখা প্রথম চুম্বন
আমার আবেগ, তোমার বারণ
লজ্জামাখা প্রথম চুম্বন
রাতভর কথা বলা, ভোর দেখার দিন
দুপুরের রোদ, বিকেলগুলো রঙিন

জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর
এখনও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার ওপর
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর

আমি ফিরে দেখেছিলাম তোমাকে
দু’জনে মুখ ফিরিয়ে নেবার পর
এরপরও খুঁজে গেছি ভালোবাসা
কেটে গেছে কতগুলো ভোর
জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর
এখনও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার উপর
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর

জানবে না জানবে না তুমি
সময়ের শেকড় আমার ভেতর
বুঝবে না বুঝবে না তুমি
আমি কতটা স্বার্থপর
এখনও যদি ধরে রাখো
সেই রাগটুকু আমার উপর
পুরোপুরি বদলে গেছি
কেটে গেছে কত প্রহর

Random Song Lyrics :

Popular

Loading...