golpogulo - oblique lyrics
চলে যাওয়ার বেলা, তবু বসে থাকা
কথা খুঁজে না পাওয়া, তবু ভালো লাগা
গল্পগুলো জমে চলে এভাবেই
আড়চোখে দেখা, একটু কাছে আসা
ইচ্ছে করে হাতে আলতো ছোঁয়া লাগা
গোধূলি ছুঁয়ে দিলো এই তোকে
উঁকি দিয়ে ডুবে যাওয়া চাঁদ
নিমগ্ন কিছু রাত
কার্নিশে বসে থাকা কাক
সব এভাবেই থাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
বেড়ে ওঠার ভিড়ে, তোর ভেতরে
আলিঙ্গনের রাতে ফোন হাতে নিয়ে
গিটারে ভাঙা গানের সুরে
সম্মোহন চোখের আধো হেঁয়ালিতে
সংবেদন শাসন খামখেয়ালিতে
লুকিয়ে রাখা উপহারের ভিড়ে
উঁকি দিয়ে ডুবে যাওয়া চাঁদ
নিমগ্ন কিছু রাত
কার্নিশে বসে থাকা কাক
সব এভাবেই থাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
ভেসে যাচ্ছে খোলা স্রোতে
কত মন্ত্র জীবন থেকে
কুড়িয়ে পাওয়া কয়েক মিনিট
এভাবেই কেটে যাক
Random Song Lyrics :
- wow - 김미정 (kim mi jeong) lyrics
- rocking a cardigan in atlanta (remix) - lil shordie scott lyrics
- do you like me - 김미정 (kim mi jeong) lyrics
- put the message in the box - scouting for girls lyrics
- blue dream - kt.lake lyrics
- b*tch move - highself lyrics
- do nothing - kyle stibbs lyrics
- رحمة للعالمين - maher zain lyrics
- stranger to myself - flight paths lyrics
- figure it out - medisin lyrics