
bhondo - oblique lyrics
[verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ*মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ*মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[verse 2]
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোনো প্রহরে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
Random Song Lyrics :
- rela demi cinta - emily young lyrics
- for better or worst - sir charles lyrics
- difference (50%) - fukkit lyrics
- all time - kurt hugo schneider lyrics
- the end is near (interlude) - anonymous rebelde lyrics
- van tijn type beat - pagga-avonturen lyrics
- holocaust cost - crescenda- andrea pearson-haas lyrics
- i melt - claire johnston lyrics
- all praise (sing praise) [live] - matt redman lyrics
- she's got dementia - alex goot lyrics