bhondo - oblique lyrics
[verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ*মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[verse 1]
তোমার মাঝে লুকিয়ে রাখা
স্পর্শ হয়ে থমকে থাকা
দুস্থ, বর্ণ*মলিন কাগজে
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা
অন্ধ, ক্লান্ত, ব্যস্ত থাকা
বাহুতে মরচে ধরা সহজে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
[verse 2]
আকাশপানে যদি চেয়ে থাকো
আমায় তুমি জানিয়ে রেখো
আমি হন্যে হয়ে আর হাঁটবো না নগরে
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি
যদি দেখা হয় অন্য কোনো প্রহরে
[chorus]
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো
Random Song Lyrics :
- in the leaves - lyrah lyrics
- goodbye my green heart - dune moss lyrics
- ser du - humle & marion ravn lyrics
- 8terbahn - prz (deu) lyrics
- christmas - lil panadol lyrics
- come alive - queens of the bone age lyrics
- nieve (good times ahead remix) - feid lyrics
- dem chicks be like - britney spears lyrics
- домой(home) - krokot lyrics
- i wonder - russell dickerson lyrics