lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ami chai thakte - nusraat faria lyrics

Loading...

[intro: nusraat faria & master d]
ভেবেছি (nusraat faria)
বারে*বারে প্রেমে পড়েছি
মনে তারি ছবি এঁকেছি
আর ভালোবাসা কি আমি বুঝেছি, ছি

[pre*chorus: master d & nusraat faria]
মন ফেরে না (master d, yo)
ঘরে ফেরে না (yeah*hey)
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
মন সহে না (um*hmm)
এই যন্ত্রনা (নারে না)
উদাস হয়ে ভেবে যাই তোকে

[chorus: nusraat faria & master d]
তোর মনের মাঝেতে
তোর কথার ভাঁজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল*লাল ঠোঁটে
আমি চাই থাকতে

[verse 1: nusraat faria & master d]
ওরে কি জাদু তুই করলি ?
কেড়ে নিলি ঘুম
হয়ে যাবো আমি loka
my heart goes boom, boom, boom
ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি (ah*huh)
মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি
[pre*chorus: nusraat faria & master d]
মন ফেরে না (ফেরে না)
ঘরে ফেরে না (ফেরে না)
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে
মন সহে না (সহে না)
এই যন্ত্রনা (yeah, yeah)
উদাস হয়ে ভেবে যাই তোকে

[chorus: nusraat faria & master d]
তোর মনের মাঝেতে
তোর কথার ভাঁজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল*লাল ঠোঁটে
আমি চাই থাকতে

instrumental

[bridge: nusraat faria & master d]
তোর হাতের ছোঁয়াতে (oh*ho)
তোর ঘুমের ঘোরেতে (yeah, yeah)
তোকে স্বপ্ন দেখাতে
আমি চাই থাকতে
তোর স্বপ্ন গুলোতে (um*hmm)
তোর নাকের নোলোকে (oh*ho)
তোর গালের তিলেতে (ah*huh)
আমি চাই থাকতে
[chorus: nusraat faria & master d]
তোর মনের মাঝেতে
তোর কথার ভাঁজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল*লাল ঠোঁটে
আমি চাই থাকতে

Random Song Lyrics :

Popular

Loading...