aji nutan ratane - nilufar yasmin lyrics
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও।।
আজি পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে,
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে।
পুরানো যা কিছু দাও গো ঘুচিয়ে,
মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে।
শ্যামলে কোমলে কণকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।।
আজি বীণায় মুরজে স্বননে গরজে জাগিয়া উঠুক গীতি গো
আজি হৃদয় মাঝারে জগতে বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো ।।
আজি নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসিয়ে ভূলোকে দ্যুলোকে,
নূতন আলোকে নূতন পুলকে
দাও গো ভাসিয়ে ভূলোকে দ্যুলোকে,
নূতন হাসিতে বাসনারাশিতে জীবন মরণ ভরিয়ে দাও।
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও।
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও।
লিরিক্স by দখিনা হাওয়া aneevlemusic
Random Song Lyrics :
- weź mi polej - szulik lyrics
- radioactive (cover) - daneliya tuleshova lyrics
- big shot - philip labes lyrics
- things you don't know - haley joelle lyrics
- кристалл (crystal) - do1r lyrics
- flowers at my grave - eli. (usa) lyrics
- story (live) - kings kaleidoscope lyrics
- heard my mother weeping - billy strings lyrics
- 藍田金婚 (the wedding) - 藍奕邦 (pong nan) lyrics
- robbery part 5 - tee grizzley lyrics