lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kede kede ki hobe - niaz mohammad chowdhury lyrics

Loading...

কেঁদে কেঁদে কি হবে …
শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
কথাঃ আনোয়ারুল করিম

সুরঃ মোস্তাক আহমেদ

কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা

না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা

music

কেঁদেই যদি দুঃখ যেতো
তবে অশ্রুধারায় শত নদী সাগর গড়ে উঠতো।
কেঁদেই যদি দুঃখ যেতো
তবে অশ্রুধারায় শত নদী সাগর গড়ে উঠতো।
তাই মিছে এই কান্নার অশ্রুটুকু
তুমি মুছে ফেল না
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা

music

সুখ যদি চিরসাথী হতো
তবে দুঃখ কী আর স্মৃতি
গভীর চোখের জলে ভাসতো।
সুখ যদি চিরসাথী হতো
তবে দুঃখ কী আর স্মৃতি
গভীর চোখের জলে ভাসতো।

তাই হৃদয়টা পোড়া অগ্নি জ্বালা
তুমি বুকে রেখো না
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা

না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা

Random Song Lyrics :

Popular

Loading...