kede kede ki hobe - niaz mohammad chowdhury lyrics
কেঁদে কেঁদে কি হবে …
শিল্পীঃ নিয়াজ মোহাম্মদ চৌধুরী
কথাঃ আনোয়ারুল করিম
সুরঃ মোস্তাক আহমেদ
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
music
কেঁদেই যদি দুঃখ যেতো
তবে অশ্রুধারায় শত নদী সাগর গড়ে উঠতো।
কেঁদেই যদি দুঃখ যেতো
তবে অশ্রুধারায় শত নদী সাগর গড়ে উঠতো।
তাই মিছে এই কান্নার অশ্রুটুকু
তুমি মুছে ফেল না
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
music
সুখ যদি চিরসাথী হতো
তবে দুঃখ কী আর স্মৃতি
গভীর চোখের জলে ভাসতো।
সুখ যদি চিরসাথী হতো
তবে দুঃখ কী আর স্মৃতি
গভীর চোখের জলে ভাসতো।
তাই হৃদয়টা পোড়া অগ্নি জ্বালা
তুমি বুকে রেখো না
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
না হবে পদ্মা না হবে মেঘনা
না হবে তাজমহলের নমুনা।।
কেঁদে কেঁদে কি হবে
আরেকটা হবে না তো যমুনা
Random Song Lyrics :
- voglio vederti danzare - folkabbestia lyrics
- before i go that far - elizabeth cook lyrics
- world disappears - ricki-lee lyrics
- je ne t'ai pas trompée - michel sardou lyrics
- smooth-tec - tede lyrics
- summer in da city - kuumba lyrics
- your eyes light up - the ember days lyrics
- non è stata colpa mia - laura bono lyrics
- yogastaff - goldenawey lyrics
- epidemic - alextv (rapper) lyrics