lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ghum bhanga sokal - neel dutt lyrics

Loading...

ঘুম ভাঙা সকাল, খুজছি কতকাল,
লিখছি চিঠি ওই আকাশে,
খুজতে গিয়ে শেষ, ক্লান্ত এলোকেশ

কবে তোমায় পাব পাশে?
স্কুলবাড়ি রঙিন, ছুটছি প্রতিদিন,
কবে তুমি আসবে ক্লাসে??

খুজতে গিয়ে শেষ, অজানা সে দেশ,
কবে তোমায় পাব পাশে?
কবে সে দিন আসবে ফিরে
ছুটতে চাই যে ভীষণ ভীড়ে…
কবে সে দিন আসবে ফিরে

লিখছি চিঠি ওই আকাশে
কবে তোমায় পাব পাশে?
ঘুম ভাঙা সকাল, খুজছি কতকাল,
লিখছি চিঠি ওই আকাশে,
খুজতে গিয়ে শেষ, ক্লান্ত এলোকেশ
কবে তোমায় পাব পাশে?
ছোট্ট রাজা ঘোড়াটিতে
আসবে কবে আমায় নিতে
আকছি খাতা রঙ তুলিতে
মুড়ছি পাতা এগিয়ে দিতে
অল্প জলে নৌকা ভাসে
কবে তোমায় পাব পাশে?
ছোট্টবেলা শেষ, ম্যাপ ভুলে বিদেশ.
বৃষ্টি খোঁজা প্রতি মাসে.
মায়ের বকার দিন,
খুজছি কতদিন.
কবে তোমায় পাব পাশে?
স্কুলবাড়ি রঙিন, ছুটছি প্রতিদিন,
কবে তুমি আসবে ক্লাসে??

খুজতে গিয়ে শেষ, অজানা সে দেশ,
কবে তোমায় পাব পাশে?
কবে তোমায় পাব পাশে?
কবে তোমায় পাব পাশে?

Random Song Lyrics :

Popular

Loading...