hridoye hridoye - nancy lyrics
Loading...
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
সুরের আলো ভুবন ফেলে ছেয়ে,
সুরের হাওয়া চলে গগন বেয়ে,
পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,
বহিয়া যায় সুরের সুরধুনী।
তুমি কেমন করে গান কর হে গুণী,
মনে করি অমনি সুরে গাই,
কণ্ঠে আমার সুর খুঁজে না পাই।
কইতে কী চাই, কইতে কথা বাধে;
হার মেনে যে পরান আমার কাঁদে;
আমায় তুমি ফেলেছ কোন্ ফাঁদে
চৌদিকে মোর সুরের জাল বুনি
তুমি কেমন করে গান কর হে গুণী,
অবাক হয়ে শুনি, কেবল শুনি।।
তুমি কেমন করে গান কর হে গুণী
Random Song Lyrics :
- @ night - loni lyrics
- testimoni - cor veleno lyrics
- fo' all y'all - caviar lyrics
- făcut din umbre - samurai lyrics
- prison break - kollegah lyrics
- everybody's at the bar without me (rock & roll jamboree version) - joe iconis lyrics
- to you i'll cling - the messenger lyrics
- theoretical love song (with gus & call) - mccarthy trenching lyrics
- our dark side (drained scorn remix) - c-lekktor lyrics
- nas let me down - just incredible lyrics