lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sonali prantore - nachiketa lyrics

Loading...

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে

থাকে না মন ঘরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে
বারে বারে যেন আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে
ভালোবাসা কত আশা, ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা ঝড়ানো এ আকাশে
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত
ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এ রাত
হাতেতে যেন থাকে ও সুজন তোমারই হাত
উষ্ণ মরুর শুকনো বুকে থাকে বাতাস ছবি
দিবারাত্রি যেন কাব্য লিখে যায় কোন্ সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

Random Song Lyrics :

Popular

Loading...