keno erokom kichhu holo na - nachiketa chakraborty lyrics
Loading...
কেনো এরকম কিছু হলো না
কেও কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে na
প্রিয় আঙ্গুল আর উল বুনে না
থেমে গেছে সব
উত্তর মিলছে কোথায়
কি লেখা শালিকের ডানায়
কার কোলে রাখবো মাথা
ফিরবো কোথায় তা জানি না
কেনো এরকম ধুলো জমে না
এই কষ্ট গুলো কমে না
চোখ তাকালেই যদি দেখতাম
ঢেকে গেছে সব
বহুতল স্বপ্নের মতো
কে কোন তলায় কে তা জানে
আমার দখলে শুধু
এক শূন্যস্থান এখানে
কেনো এরকম কিছু হলো না
কেউ কাউকেই ছুঁতে পেলো না
সব রাস্তার মাঝে দাড়িয়ে
পথ হারিয়ে
ঘর ছাড়া এরকম
কেনো হলো না
ভীতু খরগোশ মুখ তুলে নেয়
প্রিয় আঙ্গুল আর উল বনে না
থেমে গেছে সব
Random Song Lyrics :
- poker chips - almighty suspect lyrics
- open up your eyes (by your side) - porsche love lyrics
- none try - apex.yota lyrics
- geryato dar miyaram - shahrum kashani lyrics
- beneath the shadows - flotsam and jetsam lyrics
- there you are - van zant lyrics
- diamante lapidado - kleber e wanderley lyrics
- silent knight - muillet lyrics
- red christmas (from "descendants: the rise of red") - kylie cantrall lyrics
- یوزپلنگ - قدم نزدگی10 - hadi pakzad lyrics