protikkhar prohor - moruvumi lyrics
Loading...
তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।
বাড়ির ধারে সবুজ মাঠে
দুঃখ বিলাই পথে পথে ।।
তোর সুবাস মাখা ঘাসে
অঙ্গ বোলাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে
প্রহর গুনি তোর আশাতে
আসবি তুই আমার বুকে
তুই কি আর আসবি নারে
শূন্য হৃদয়ে মনে
মনের আগুন মনেই জ্বলেরে।
তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।
Random Song Lyrics :
- freak out! - freakyant lyrics
- tien jaar - spoegwolf lyrics
- vivo está - weverton costa lyrics
- designerskii - slattcrank lyrics
- galaxy - seo in guk (서인국) lyrics
- di balik pertanda - kaleb j lyrics
- send a text - sleazyworld go lyrics
- 노잼시기 (a period of no fun) - ssong (송지은) lyrics
- 小微光(little shimmer) - 郑润泽(zheng run ze) lyrics
- stayed on an island - hello shark lyrics