lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

protikkhar prohor - moruvumi lyrics

Loading...

তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।

বাড়ির ধারে সবুজ মাঠে
দুঃখ বিলাই পথে পথে ।।
তোর সুবাস মাখা ঘাসে
অঙ্গ বোলাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে

প্রহর গুনি তোর আশাতে
আসবি তুই আমার বুকে
তুই কি আর আসবি নারে
শূন্য হৃদয়ে মনে
মনের আগুন মনেই জ্বলেরে।

তোরে মন দিয়া, মন দিয়া
আগুন জ্বালাই যে মনে
মনের আগুন মনেই জ্বলেরে ।

Random Song Lyrics :

Popular

Loading...