jiboner srote - moruvumi lyrics
Loading...
[verse 1]
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতো
উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে
আরও চাই তোমার স্পর্শ
জীবনের স্রোতে ছুটে চলেছি আমি
ডানা মেলা পাখির মতো
উড়তে চাই আমি নীল আকাশ জুড়ে
আরও চাই তোমার স্পর্শ
[chorus 1]
তুমি আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
[verse 2]
মনেরই অজান্তে ছিলে তুমি
আমার মনের আঙ্গিনায়
শয়নে স্বপনে ছিলে তুমি
এ মন তোমায় চায়
নিঝুম রাতে ওই দূর আকাশে
তারা গুলো যেমন জেগে রয়
সেই সুরে তেমনি তুমি
জেগে আছো মনে হয়
[chorus 2]
তুমি আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
[chorus 1]
আসবে কাছে আমার
তুমি থাকবে পাশে আমার
আসবে কাছে আমার
তুমি থাকবে
[chorus 2]
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
আছো কি পাশে আমার?
তুমি ভাব কি আজও আমায়?
Random Song Lyrics :
- #vaute - lonely plug lyrics
- the flame - anthony callea lyrics
- cypher el maadi | سايفر المعادي - various artists lyrics
- по радио (on the radio) - пропаганда (propaganda) (rus) lyrics
- adrenaline - niki saletta lyrics
- ja imam ideju - crna lista lyrics
- big mood - armani caesar lyrics
- hard times - the travis waltons lyrics
- secret - loota lyrics
- s1 - igor lyrics