
jontrona - mohon sharif lyrics
Loading...
[verse 1]
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
আমার চোখে সব কিছু ঝাপসা মনে হয়
আমার মনে সব কিছু কেন এলোমেলো লাগে?
দিনের শুরু থেকে
ভাবি শুধু তোমায় নিয়ে
মনে তবু এক কঠিন
যন্ত্রণার অন্ত নেই
[chorus]
মন থেকে কী করে ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই
[verse 2]
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
আজও কেন যেন লাগে
এখনো সব কিছুই যে
শেষ হয়নি এখনও বাকি
কেন তোমার কথা এখনও কানে বাজে?
না বলা কথা গুলো রয়ে গেলো—
অসমাপ্ত
[chorus]
মন থেকে কী করে ভুলে যাব তোমার ছবি?
এই অনুভূতি থেকে ছুটে যাবো কবে!
যন্ত্রণার অন্ত নেই
যন্ত্রণার অন্ত নেই
Random Song Lyrics :
- fine new day - arran lyrics
- heart & soul - concern lyrics
- save her - midi kwakwa lyrics
- get out - justin love & gashi lyrics
- dorte - niklas lyrics
- transition ii - lazareth lyrics
- goodbye - ac lyrics
- good morning beautiful (acoustic) - steve holy lyrics
- Diloske Wae Lyrics - Nella Kharisma lyrics
- yes, my baby, no - buldožer lyrics