skit - mohidul tamim lyrics
(mohidul tamim)* আরে ইস্মাইল ভাই। কি অবস্থা? কেমন চলে তোমার দিনকাল, হ্যাঁ? আর আমগো মাহফুজ ভাই কই ভাই? হেয় আহে নাই?
(xmile)* আরে , মাহফুজের কথা তুমি আমারে আর কইয়ো না। এই লোকরে যেইদিনই দরকার হয়, ওইদিনই এই লোক গায়েব। ওইদিনই এই লোকরে পাওয়া যায় না। যাক আলহামদুলিল্লাহ আমি আছি ভালো। তোমার কি অবস্থা কও।
(mohidul tamim)* আরে ভাই আর কইয়ো না ভাই। দৌড়ের উপরে পুরা। মানে, এলবাম বানাইতাছি, না পাইতাছি স্পন্সার ,না পাইতাছি আইডিয়া। কেমন ডা লাগে?
(xmile)* হুম, স্পন্সার। এই স্পন্সারের হিসাব কিতাব আমি নিজেও বুঝি না। আইডিয়া কি লাগবো? আইডিয়ার কথা কও।
(mohidul tamim)* ওইযে ভাই, ওইযে এলবামের মধ্যে স্কিট থাকে না? স্কিট। কথা বার্তা কয় যে, ফার্স্ট এলবাম তো, কেমনে কি করতে হইবো কিচ্ছু বুঝতাছিনা, মাথায় ঢুকতাছে না কিছু।
(xmile)* স্কিট? এইটা তো সহজ কাজ! তুমি একটা স্ক্রিপ্ট লেখবা, এই স্ক্রিপ্ট টা নিয়া স্টুডিয়োতে যাবা, মাইকের সামনে দাঁড়ায় রেকোর্ড বাটনে টিপায় দিবা, আর স্ক্রিপ্ট অনুযায়ী সব বইলা দিবা। that’s it. সহজ একটা কাজ। (talking to the tea seller) এই এইদিকে আও, এইদিকে আও। দুই কাপ চা দিও, একটাতে চিনি কম দিবা। ঠিকাছে? যাও।
(mohidul tamim)* কিন্তু ভাই, কথা হইছে এইযে স্ক্রিপ্ট লেখুম, স্ক্রিপ্ট টা লেখুম কি নিয়া?
(xmile)* ফকির লাল মিয়ার ওইযে, ৬ নং বিপদ সংকেত শুনছ না? ওইখানে কাজি ভাই আর ফকির লাল মিয়া ভাই কেমনে কি জানি একটা কনভার্সেশন বানাইলো। ওইরকুম কিছু একটা কইরা ফেলো?
(mohidul tamim)* ফকির লালের মত? নাহ ভাই আমারে দিয়া মনে হয় হইবো না জিনিসটা।
(xmile)* তুমি মিয়া হাল ছাইড়া দিতাছ। তুমি হাল ছাইড়া দিতাছ। তোমারে আমি শুনি কিসব ডিপ্রেশনের গান*টান বানাও। আনন্দময় কিছু করো মিয়া। কিছু*ডিফারেন্ট কিছু ট্রায় করো।
(mohidul tamim)* ডিফারেন্ট কিছু? কেমন?
(xmile)* যেকোন কিছু হইতে পারে। যেমন ধরো ঢাকা শহর। কত সুন্দর একটা শহর এই ঢাকা। এইটা নিয়া তুমি একটা গান বানাইতে পারো। (talking to the tea seller) ওই! তুমি এইদিক ওইদিক তাফাল্লিং করো, চা দাও না কেন? চা দাও!
(mohidul tamim)* ঢাকা লইয়া গান বানামু?
(xmile)* হ ঢাকা লইয়া।
Random Song Lyrics :
- little earthquakes (live) [little earthquakes tour 1992] - tori amos lyrics
- i'll always come back - swim team lyrics
- bhromor koyo giya - iman chakraborty lyrics
- good head - rex the rager lyrics
- khi ta'lev sheli - קחי ת'לב שלי - gal adam - גל אדם lyrics
- неслучайно - макс барских lyrics
- puma - henny lyrics
- anonymous confession - a-game lyrics
- i know - nimi sean lyrics
- i'll let go - josiah williams lyrics