ratri - mohidul tamim lyrics
[hook]
আজকে কাঁদছি কিন্তু ভালোবাসার জন্য নয় জন্য নয়।
মৃত্যু নারে আজকে মনে মনে অন্য ভয়।
অনুভূতি সিন্দুকে তে বন্ধ রয় বন্ধ রয়।
মৃত্যু নারে আজকে মনে মনে অন্য ভয়।
[verse]
১২ টা বাজে রাতে সন্ধ্যে হলো মাত্র যেন।
সহসা স্তব্ধ রাতে জ্যোৎস্না ডাকে আমায় কেন?
আবারো ডাকছে নাকি শুনতে শুনতে ডাকটা এলো ।
সবুজ বাটন টা চেপে সাড়া দিলাম আস্তে “হ্যালো “!
কথা হলো চাঁদের সাথে আধা ঘণ্টা সময় বাড়লো ।
১২ টা ৩৫ এ প্রকৃতিও reject মারলো।
আকাশটা খেপেছে তাই বিকট শব্দে বজ্র ছাড়লো।
অযথা মধ্য রাতে অঝোর ঝড়ে বর্ষা নামলো।
জানলা বন্ধ, আর জানলার পাশে ভেজা মেঘ।
ভাবলাম যাজ্ঞে, আজ এমনি হবে রাতটা শেষ।
ফেকাসে রাতেও যে শীতল হাওয়া চলছে বেশ।
চোখ টা তুলে দেখি খাটের পাশে মৃত্যু দেব।
জানটা যাবে হয়তো জেনেই আজকে ভালো mood
বিরক্ত লাগে এখনো যে আছে হুঁশ।
মৃত্যু দেব একবার তাকায় আবার থাকে চুপ।
একটু পরে বলে তার ও একা লাগে খুব।
[hook]
আজকে কাঁদছি কিন্তু ভালোবাসার জন্য নয় জন্য নয়।
মৃত্যু নারে আজকে মনে মনে অন্য ভয়।
অনুভূতি সিন্দুকে তে বন্ধ রয় বন্ধ রয়।
মৃত্যু নারে আজকে মনে মনে অন্য ভয় ।
আজকে কাঁদছি কিন্তু ভালোবাসার জন্য নয় জন্য নয়।
মৃত্যু নারে আজকে মনে মনে অন্য ভয়।
অনুভূতি সিন্দুকে তে বন্ধ রয় বন্ধ রয়।
মৃত্যু নারে আজকে মনে মনে অন্য ভয়।
[verse]
মৃত্যুদেব আর আমি ৩টা বাজার অপেক্ষায় ।
ব্যর্থ দুটি আত্মা মানুষ হওয়ার প্রচেষ্টায়।
অশরীরি শক্তি নাকি ৩টা বাজলে ছুটতে চায়।
ভালো*খারাপ ছল চাতুরী বাইরে থেকে দেখতে পায়।
যাচ্ছে তাই শব্দ মগজে ঘুরছে বারংবার ।
বলছে আমায় চায় না কেউ, আমি নিজেই কারণ তার।
মরন চাই বলেই হয়তো মৃত্যুদেব আজ আবেগ পূর্ণ।
মারতে এসে হঠাৎ করে জান কবজের ইচ্ছা খুন্ন্য।
৩টা ১৫ বাজলো পেলাম না পিশাচ এর দেখা।
মৃত্যুদেব ও চলে গেলো গভীর রাতে একা।
বুঝতে পারলাম আজও বদলাবে না ভাগ্যরেখা।
৪টা বাজলেও যে কাটতে চায় না রাতের নেশা।
রাতের শেষে কত কথা জমে মনে মনে।
রাত ফুরাবে বলে পানি জমে চোখের কোনে।
বাস্তবতা দেখতে হবে আবার যদি সকাল হয়।
আজকে ঝড়া অশ্রুগুলো ভালোবাসার জন্য নয়।
Random Song Lyrics :
- congo e (part. myke de leon) - makkenzie lyrics
- ego death - dizz (gr) lyrics
- concepts - venjent lyrics
- photographs - blue vervain lyrics
- exposing me - fredo osama lyrics
- ostala je pesma moja - vida pavlović lyrics
- b моем капе - bringmeca$h lyrics
- yanar - ferdi tayfur lyrics
- l'écran dictateur - mister gang lyrics
- burberry coat - lil mosey lyrics