buke bongobondhu - mohidul tamim lyrics
[verse]
সার্থক এই জনম মা গো জন্মেছি এই দেশে।
গাড়ি চাপায় মানুষ মরে মন্ত্রি সাহেব হাসে।
বঙ্গবন্ধু আন্দলনে ছাত্রদেরই বেশে।
সেই ‘৭১ এর চেতনা আজ জাগলো অবশেষে।
বিচার চাইতে এসে মা গো পাইলাম আমি ছুটি।
মানুষ আছে চারিপাশে, মানবতা খুজি।
লীগ, পার্টি, দল, বল সবকিছু বুঝি।
কিন্তু হায়নাগুলোর আচরণে লজ্জা লাগে খুবই।
দাবি মানার দাবি, কিন্তু দাবি মেনে নেয় নি।
ফাঁসির বিচার চেয়েছিলাম, কারাদন্ড চাই নি।
৩৩ টি লাশের হিসাব দিচ্ছি, খুলেন ডাইরি।
২০ লাখ টাকায় ভাইয়ের মৃত্যু ভুলা যায় কি?
যায় যদি ভোলা তবে তাইলে আর বেশি দিচ্ছি।
বঙ্গবন্ধুর মৃত্যুটাকে ভুলে যান তো দেখি?
একতন্ত্রের গণতন্ত্রে মিডিয়া সব বন্ধি।
ছাত্র মেরে মুচকি হেসে যাচ্ছেন আমার নেত্রী।
[chorus]
প্রতিবাদে বুক কাপে, তাক করে বন্দুক।
মাথার মধ্যে গুলি চালা, বুকে বঙ্গবন্ধু।
they attack ’cause they’re afraid of us
you fear me, tell me, don’t you?
মাথার মধ্যে গুলি চালা, বুকে বঙ্গবন্ধু।
প্রতিবাদে বুক কাপে, তাক করে বন্দুক।
মাথার মধ্যে গুলি চালা, বুকে বঙ্গবন্ধু।
they attack ’cause they’re afraid of us
you fear me, tell me, don’t you?
মাথার মধ্যে গুলি চালা, বুকে বঙ্গবন্ধু।
প্রতিবাদে বুক কাপে, তাক করে বন্দুক।
মাথার মধ্যে গুলি চালা, বুকে বঙ্গবন্ধু।
they attack ’cause they’re afraid of us
you fear me, tell me, don’t you?
মাথার মধ্যে গুলি চালা, বুকে বঙ্গবন্ধু।
প্রতিবাদে বুক কাপে, তাক করে বন্দুক।
মাথার মধ্যে গুলি চালা, বুকে বঙ্গবন্ধু।
they attack ’cause they’re afraid of us
you fear me, tell me, don’t you?
মাথার মধ্যে গুলি চালা, বুকে বঙ্গবন্ধু।
Random Song Lyrics :
- infierno - kristina & we$t dubai lyrics
- the origin story (part 1) - psycic lyrics
- sareena - abdul d one lyrics
- rockstar - thekiddswervy lyrics
- if i told you - niykee heaton lyrics
- children, don't get weary - booker t. & the mg's lyrics
- incompris - emile (fr) lyrics
- no phase - nia asiel lyrics
- get the paper - dj chase lyrics
- ecstasy - the roofs lyrics