ridoy jure - mira lyrics
Loading...
হৃদয় জুড়ে যত ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নিল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
মনে জাগে এক রঙিন আশা
শুধু তোমাকে ভালোবাসবো ভেবে
হৃদয় জুড়ে যতো ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে
যখন দেখি তোমায় আমি
অনেক কাছে
হৃদয় গভীরে শুকনো আকাশ
মেঘে ভরে যে
অশ্রু বরষা জাগাও তুমি
নিবিড়ে থেকেও জেনে
হৃদয় জুড়ে যতো ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নিল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে
যখন দেখি তোমার হাসি
মনের মাঝে
মনের নীলে হারাই আমি
সঙ্গোপনে
জীবন ভরসা দিয়েছো তুমি
আমাকে নীরবে ভালোবেসে
হৃদয় জুড়ে যতো ভালোবাসা
শুধু তোমাকে দেবো ভেবে
স্বপ্নিল মনে রঙিন আশা
শুধু তোমাকে পাবো ভেবে
Random Song Lyrics :
- найти тебя (find you) - wsquiet lyrics
- so high - jinho lyrics
- 중독 (deep sorrow) - shinhwa lyrics
- мысли не о тебе (thoughts not about you) - esya (rus) lyrics
- quisiera - metamorffosis lyrics
- in der väter hallen ruht, op. 12 - franz xaver wolfgang mozart lyrics
- switch up - connaisseur ticaso lyrics
- you aint never - youngbagchasers lyrics
- taekwon's interlude - nytt kapittal lyrics
- i hate celebrities - goddess fiji lyrics