abar urte shekhao - minar lyrics
Loading...
আমি ছিলাম আমারই মতো
ভেঙে সব খেয়াল।
তুমি ছিলে তোমারই নিয়মে
গড়েছিলে দেয়াল।
কোন এক পড়ন্ত বিকেলে
কিছু বলেছিলে
অভিমানী ঐ দুটো চোখে
কেন ডেকে ছিলে।
এখন আমি, ঘুমিয়ে একা
কোথায় তুমি জানিনা,
জানিনা …
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
ভুলে ভরা ভাঙা এ হৃদয়ে
শুনেছি তোমারই ডাক।
মনে পরে দেখেছি দুজনে
উড়ে চলা পাখির ঝাক।
জানালার কাঁচ জুড়ে আছে শুধু
তোমারই আলো।
একটি বার, শুধু আর একটি বার
বলো আছো ভালো।
এখন আমি, ঘুমিয়ে একা
কোথায় তুমি জানিনা
জানিনা …
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
আবার উড়তে শেখাও, আমায় তুমি
উড়তে শেখাও, আমায় তুমি।
আবার বাঁচতে শেখাও, আমায় তুমি
বাঁচতে শেখাও, আমায় তুমি।
Random Song Lyrics :
- otherside - eli & fur lyrics
- la sindrome di stoccolma - le strisce lyrics
- never say never (2011) - kidz bop kids lyrics
- burn in burn out - ブザー。(buzz-er.) lyrics
- late at night - wouter hamel lyrics
- feel something more - tommie sunshine, breikthru & fahjah lyrics
- доуп оккупация (dope occupation) - diamondset lyrics
- beyond the stellar gates - ars magna umbrae lyrics
- bottom of my heart - jin333 lyrics
- lisboa - paulo novaes lyrics