lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

dhaka mukhi train - minar rahman lyrics

Loading...

এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
না বুঝিয়ে বাকি লেনদেন
আমাকে পেছনে ফেলে রেখে

চলে গেলো ঢাকামুখী ট্রেন

এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
জানি তুমি ছিলে তার কোনও কোণে
চোখ ভেজা ভেজা ছিলো জলে
শীত আসবে আসবে বলে কয়ে
সেও গেলো সেই ট্রেনে চলে
তাই মেনে নিতে পারি নি এ ঝড়
একা একা লাগে
একা একা লাগে এ শহর
এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে

আজও সন্ধ্যা সন্ধ্যা আসে ফিরে
ট্রেন আসে চেনা পথে তার
থেমে যাওয়া ট্রেনে রাখি চোখ
নেমে আসে নাতো কেউ আর
আজও সন্ধ্যা সন্ধ্যা আসে ফিরে
ট্রেন আসে চেনা পথে তার
থেমে যাওয়া ট্রেনে রাখি চোখ
নেমে আসে নাতো কেউ আর

তাই মেনে নিতে পারি নি এ ঝড়
একা একা লাগে
একা একা লাগে এ শহর
এমনি এক…

থাকে শহরের কিছু অভিমান
তোমাকে হারিয়ে গেছি জেনে
আমার মতোই সেও দেখি
চোখ রেখে যায় রোজ ট্রেনে
থাকে শহরের কিছু অভিমান
তোমাকে হারিয়ে গেছি জেনে
আমার মতোই সেও দেখি
চোখ রেখে যায় রোজ ট্রেনে

তাই মেনে নিতে পারি নি এ ঝড়
একা একা লাগে
একা একা লাগে এ শহর

এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে
না বুঝিয়ে বাকি লেনদেন
আমাকে পেছনে ফেলে রেখে
চলে গেলো ঢাকামুখী ট্রেন

এমনই এক সন্ধ্যে সন্ধ্যে আলোতে

Random Song Lyrics :

Popular

Loading...