barabari - minar rahman lyrics
আমার ভেতরে আছো তুমি, আর তোমার ভেতরে আমি
চলোনা দুজন কিছু না ভেবে, অজানার পথে নামি
আমার ভেতরে আছো তুমি, আর তোমার ভেতরে আমি
ও চলোনা দুজন কিছু না ভেবে, অজানার পথে নামি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
দু: খের ভেতরে তুমি সুখী, আর সুখের ভেতরে দুখী
দুচোখ বুজে চলোনা এবার, নিয়ে ফেলি ঝুঁকি
দু: খের ভেতরে তুমি সুখী, আর সুখের ভেতরে দুখী
চোখ দুটো বুজে চলোনা এবার, নিয়ে ফেলি ঝুঁকি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
এএ. লালা রা-লালা লা
লা লা লা লালা লা লা লালা…
কেনো মানবো বল এ শাসন
কেনো মানবো বারণ, অকারণ
আমরা যে হয়েছি দুজনে শুধু
দুজনার এখন, দুজনার এখন
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
ও আমার স্পর্শে থাকো তুমি, তোমার স্পর্শে আমি
ও আমার স্পর্শে থাকো তুমি, তোমার স্পর্শে আমি
কাছাকাছি থাকার চেয়ে আর কি আছে দামি?
কাছাকাছি থাকার চেয়ে আর কি আছে দামি?
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
চলো হাতটা ধরি, আর না ছাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি
ও ভাবলেই ভাবুক সবাই বাড়াবাড়ি, বাড়াবাড়ি
Random Song Lyrics :
- bloom - small leaks sink ships lyrics
- in the holodeck - scallops hotel lyrics
- pobre de mim - nerve lyrics
- spokój - skinny (pl) lyrics
- deny tradition - anomie lyrics
- only one - lido x jaden smith lyrics
- asheghe ye faheshe - farshad lyrics
- anda - emana cheezy lyrics
- 2014 freestyle - trippie redd lyrics
- gengar_+ - lil yuri lyrics